Tuesday, August 30, 2022

এফিলিয়েট মার্কেটিং এর গুরুত্ব

 এফিলিয়েট মার্কেটিং:এফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বিপননের মাধ্যমে কমিশন আর্ন করাকে বোঝায়।

এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যম: বর্তমানে সারা পৃথিবীতে ব্যবসায়ের বিশাল একটা অংশ এফিলিয়েটের উপর নির্ভরশীল।এর কয়েকটি প্রসিদ্ধ সাইট হলো-এমাজন, ওয়ালমার্ট। এছাড়া ও দেশেও দারাজ,মোনার্ক মার্ট সহ অনেক ভালো সাইট রয়েছে।

এফিলিয়েটিংয়ের ভবিষ্যত: একটা পরিসংখ্যানে দেখা যায় এফিলিয়েটিংয়ের মাধ্যমে ২০২০/২১ সালে প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে।এর হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ধারনা করা হচ্ছে এই ধারা আরো প্রসারিত হবে।

No comments:

Post a Comment

Live webiner is coming soon.........